You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
১৪ নভেম্বর ১৯৭১

পাঞ্জাবী পুলিশরা পালাই পালাই করছে

১২ই নভেম্বর, বাংলাদেশে মুক্তিফৌজ দমনে জঙ্গী ইয়াহিয়া পশ্চিম পাকিস্তান থেকে ৬ হাজার পাঞ্জাবী পুলিশ পাঠিয়েছিল। কিন্তু মুক্তিফৌজ দমন তো দূরের কথা এখন এইসব পাঞ্জাবী পুলিশরাই পালাই পালাই করছে বলে, ডেলি টেলিগ্রাফের ঢাকাস্থ সংবাদদাতা জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, এইসব পাঞ্জাবী পুলিশদের সেপ্টেম্বরের মধ্যে স্বদেশে ফিরিয়ে নেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছিল। এই সব পুলিশদের মনোবল ভেঙ্গে পড়েছে বলেও তিনি জানিয়েছেন। তারা এখন দাবী তুলেছে তাদের ফেরার ব্যাপারে একটা সঠিক তারিখ দিতে হবে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল