২ এপ্রিল ১৯৭১ঃ ঢাকা হাইকোর্টের ৩৯ জন আইনজীবী পাকিস্তানের ঘরোয়া বিষয়ে ভারতের হস্তক্ষেপের প্রতিবাদ
হাইকোর্টের ৩৯ জন আইনজীবী এক যুক্ত বিবৃতিতে পাকিস্তানের ঘরোয়া বিষয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং ভারতের সীমান্তের অপার থেকে পূর্ব পাকিস্তানে সশস্র অনুপ্রবেশের তীব্র প্রতিবাদ জানায়। বিবৃতিতে স্বাক্ষর দানকারীদের মধ্যে আছেন মৌলবি ফরিদ আহমেদ, জুলমত আলী খান, ইউসুফ আলী খান মোহন মিয়া, একে রফিকুল হোসেন (আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা যুগ্ন সম্পাদক পরে এনডিএফ, পিডিপি নেতা) কোরবান আলী, আহমদ আলী মণ্ডল, ফরমান উল্লাহ খান।