You dont have javascript enabled! Please enable it! 1971.11.07 | বাংলাদেশের মানুষ অশ্রুসাগরে ভাসছে | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
৭ নভেম্বর ১৯৭১

বাংলাদেশের মানুষ অশ্রুসাগরে ভাসছে

৭০’র সর্বনাশা বন্যায় বাংলাদেশের সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ভোলা ও পটুয়াখালীর চরাঞ্চলের ১৫ লক্ষ মানুষ মৃত্যুর গহ্বরে হারিয়ে গিয়েছিল। ৭১’এ আবার সেই সর্বনাশা ঘূর্ণিঝড় ও বন্যায় ভারতের উড়িষ্যা রাজ্যের ২৫ হাজার মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেল। ঈশ্বরের এই নির্মম পরিহাসে ভারতের মানুষ যেমন ব্যথিত ও মর্মাহত তেমনি বাংলাদেশের সংগ্রামী মানুষও শোকাহত।
বাংলাদেশ আজ মুক্তি সংগ্রামে লিপ্ত, রক্তের সাগর পেরিয়ে চলেছে আজ বাংলার সংগ্রামী মানুষ—তা সত্ত্বেও উড়িষ্যার এই সাম্প্রতিক মর্মান্তিক বিপর্যয়ে বাংলার মানুষও অশ্রু সাগরে ভাসছে। বাংলার মানুষ আশা করে উড়িষ্যার দুর্গত মানুষের প্রিয়জন হারানোর করুণ আর্তি পৃথিবীর মানুষকে ব্যথিত করে তুলবে। বন্যাদুর্গত অঞ্চলে প্রিয়জন হারিয়েও এখনও মৃত্যুর সঙ্গে যারা জীবনপণ লড়াই করে চলেছে, সেই সব আর্তের সেবায় অবিলম্বে পৃথিবীর মানুষ এগিয়ে আসবে, বাংলাদেশের মানুষ এই আশা প্রকাশ করে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল