You dont have javascript enabled! Please enable it! 1971.11.07 | কষ্ট সহ্য করে এগিয়ে যেতে হবে —খোন্দকার মোশতাক আহমেদ | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
৭ নভেম্বর ১৯৭১

কষ্ট সহ্য করে এগিয়ে যেতে হবে
—খোন্দকার মোশতাক আহমেদ

২রা নভেম্বর, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী জনাব খোন্দকার মোস্তাক আহমদ বাংলাদেশের মুক্তিসেনাদের ৯ নং সেক্টর পরিদর্শন শেষে মুক্তি যোদ্ধাদের উদ্দেশ্যে এক ভাষণে বলেন, “আমি প্রতি মুহূর্তে উপলব্ধি করছি তোমাদের নিদারুণ কষ্টের কথা, আমি জানি তোমরা ঠিকমত খাওয়া পর্যন্ত পাচ্ছনা। কিন্তু বিদেশ থেকে আমরা যা সাহায্য পাচ্ছি তার পরিমাণ হচ্ছে সামান্য।”
অশ্রুভারাক্রান্ত কন্ঠে তিনি বলেন, “তোমাদের মত আমারও এক ছেলে রণাঙ্গণে যুদ্ধ করছে তার সংবাদ পর্যন্ত আমি জানিনা। তোমরাও আমার সন্তানের মত প্রিয়। তোমাদের দেশের মা-বোন, বাপ-ভাইর উপর হানাদাররা অকথ্য নির্যাতন করেছে, একথা মনে রেখেই সমস্ত কষ্ট হাসিমুখে জীবনের পাথেয় বলে মনে করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে।”
তিনি বলেন, “তোমরা শপথ নাও জীবনের বিনিময়েও তোমরা মুক্তিসেনার দায়িত্ব যথাযোগ্য রক্ষা করবে।” একথায় মুক্তিসেনারা হাত তুলে শপথ নেয় আবার নতুন করে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল