বিপ্লবী বাংলাদেশ
৭ নভেম্বর ১৯৭১
দিল্লীর পাক দূতাবাসে বাঙালী নিধনের দানবীয় কীর্তি
৪ঠা নভেম্বর, পাক জঙ্গীশাহীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল্লীসহ পাক দূতাবাসের ১০ জন বাঙালী কর্মচারী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে দূতাবাস পরিত্যাগ করে চলে আসার সময়, দূতাবাসের ইয়াহিয়ার দানবরূপী নিরাপত্তা রক্ষীদের হাতে প্রহৃত ও অপমানিত হয়।
ঘটনার বিবরণে প্রকাশ, এই ১০ জন বাঙালী কর্মচারী তাঁদের পরিবারবর্গসহ দূতাবাস ত্যাগ করে চলে আসার সময় দূতাবাসের রক্ষীরা বাঙালী কর্মচারী ও পরিবার বর্গের উপর লাঠি, লোহার রড ও অন্যান্য মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়! এতে মোহাম্মদ ইউনুস নামে দূতাবাসের জনৈকি করণিক প্রচন্ড আঘাত পান।
১০ জন বাঙালী কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ সহ মোট ৩৩ জন ব্যীক্ত দূতাবাসের বাইরে এসে অশ্রুসজল চোখে পশ্চিম পাকিস্তানীদের নির্মমতার কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন, পাক বর্বরতার হাত থেকে শিশুরা পর্যন্ত রেহাই পায়নি।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল