বিপ্লবী বাংলাদেশ
৭ নভেম্বর ১৯৭১
বাংলাদেশের প্রতি আনুগত্য
২রা নভেম্বর, টোকিও, বাংলাদেশে বাঙালীর উপর জঙ্গীশাহীর বর্বরোচিত অত্যাচার সহ্য করতে না পেরে পাক দূতাবাসের দু’জন অফিসার আজ জঙ্গী শাহীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুক্তি সংগ্রামে যোগ দিয়েছেন। এঁরা হলেন দূতাবাসের প্রেস এ্যাটাশে জনাব এস.এম আশাদ ও তৃতীয় সচিব জনাব এম.এ রহীম।
আর এক খবরে জানা গেছে, সুইজারল্যান্ড সহ-পাক দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী জনাব ওয়ালিউর রহমান পাক সরকারের চাকরীতে ইস্তফা দিয়ে বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন। ইনি সুইজারল্যান্ডে আশ্রয় প্রার্থনা করেছেন।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল