বিপ্লবী বাংলাদেশ
২৪ অক্টোবর ১৯৭১
ইয়াহিয়ার মিথ্যা প্রচার
মিথ্যে প্রচারের দ্বারা বিশ্বজনমতকে বিভ্রান্ত করার হীন প্রচেষ্টা নিয়ে পাক রাষ্ট্র প্রধান জেনারেল ইয়াহিয়া খাঁ রুশ প্রধানমন্ত্রী এবং জনৈক ফরাসী সাংবাদিকের সঙ্গে যথাক্রমে ইরাণ ও করাচীতে এক সাক্ষাতকারে এই মিথ্যে প্রচার চালায় যে, ভারতীয় অনুপ্রবেশকারীরা বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ করছে। ইয়াহিয়া এই মিথ্যে প্রচারের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিবাহিনীর সর্বাধিীনায়ক কর্ণেল এম-এ-জি ওসমানী এম-এস-এ এই মন্তব্য করেন যে :
বাংলাদেশের সাড়ে সাত কোটি মুক্তিকামী মানুষের স্বাধীনতা সংগ্রামের গৌরবকে খর্ব করার হীন উদ্দেশ্য নিয়ে, ইসলামাবাদের পাক সরকার মিথ্যে প্রচার কার্য্য চালিয়ে যাচ্ছে। যে, হানাদার বাহিনী বাংলাদেশে অনুপ্রবেশ করে লাখ লাখ নরনারীকে নির্বিচারে হত্যা, সহস্র সহস্র নারীর ইজ্জত হরণ এবং গ্রামের পর গ্রামকে করেছে অগ্নিদগ্ধ অথচ মিথ্যে প্রচারের ধূম্রো আবরণে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পাক ভারত বিরোধে বলে চালাতে চাইছে। আজ বাংলার শত সহস্র বঞ্চিত শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, ছাত্র, যুবক প্রভৃতি সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে শামিল হয়েছেন। মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে পঁচিশ সহস্রাধিক পাক হানাদার হয়েছে নিহত এবং অবশিষ্ট আক্রমণকারীরাও ভীতসন্ত্রস্ত হয়ে চরম পরিণতির দিন গনছে। ইয়াহিয়া, বাংলাদেশ সমস্যাকে বিশ্বসমস্যার অঙ্গিভূত করে চরম পরাজয়ের হাত থেকে রক্ষা পাবার যতই চেষ্টা করুকনা কেন সেদিন আর বেশী দূরে নয় যে, পাক হানাদার বাহিনীকে বাংলার বীর মুক্তিযোদ্ধাদের হাতে চরম পরাজয় বরণ করতে হবে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল