বিপ্লবী বাংলাদেশ
৩১ অক্টোবর ১৯৭১
জয় বাংলার জয়
লন্ডন, ২৭শে অক্টোবর, পাক জঙ্গী-শাহীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আর একজন কুটনীতিক বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করলেন। ইনি হলেন ৪২ বছর বয়স্ক জনাব ফজলুল করিম। দু’বছর ধরে মিঃ করিম কায়রোর পাক দূতাবাসের প্রধান ছিলেন! বাংলাদেশের মুক্তি সংগ্রামে অংশ গ্রহণের জন্য মিঃ করিম কায়রো ত্যাগ করে লন্ডনে এসে পৌঁছেছেন। এখানে এক বিবৃতিতে বলেন ; “পশ্চিম পাকিস্তানের সামরিক জুন্তা বাংলাদেশের সাড়ে সাত কোটি তাদের মৌল মানবিক অধিকার থেকে বঞ্চিত করার এবং শোষণের নাগপাশে আবদ্ধ রাখার সুপরিকল্পিত চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য যে, গত মার্চ মাসের পর থেকে বিদেশে জঙ্গী-শাহীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই নিয়ে মোট ৪০ কুটনীতিক বাংলাদেশের মুক্তি আন্দোলনে যোগ দিয়েছেন।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল