You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
৩১ অক্টোবর ১৯৭১

রাজনৈতিক নেতাদের প্রতি মুক্তিবাহিনীর আবেদন

২৩শে অক্টোবর, বাংলাদেশ। মুক্তাঞ্চলের মুক্তিযোদ্ধাদের তরফ থেকে এক আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও বাঙালী জাতির অস্তিত্ব রক্ষার এই যুগ সন্ধিক্ষণে আজো যেসব জননেতা বিলাসের স্রোতে গা ভাসিয়ে সুখ স্বপ্নে বিভোর হয়ে আছেন অবিলম্বে যেন তাঁরা মুক্তিযোদ্ধাদের পাশে রণাঙ্গনে চলে আসেন, আবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় সরিক না হয়ে যাঁরা ‍দূরে থেকে ভাবছেন, বাংলাদেশ স্বাধীন হলে তাঁরাই হবে বাংলাদেশ তথা বাঙালীর ভাগ্যবিধাতা তাঁরা মস্তবড় ভুলে বসবর্তি হয়ে এখনো দূরে সরে আছেন।
আবেদনে জননেতাদের ভুল শোধরাতে বলা হয়েছে এবং অবিলম্বে বড় বড় কথার বুলি ছেড়ে কার্যতঃ অংশগ্রহণ করতে বলা হয়েছে। আমাদের রণাঙ্গন প্রতিনিধির মুক্তাঞ্চল পরিদর্শন কালে মুক্তিযোদ্ধারা তার কাছে বলে, মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা রক্ষার্থে রক্ত দিচ্ছে তবে নেতাদের কি সান্ত্বনা দেওয়া উচিত নয়? নেতাদের সাহচর্য্য পেলে মুক্তিযোদ্ধারা আরো দুর্বার হয়ে উঠবে। অতএব প্রাসাদ ছেড়ে বাংলার মাটির সঙ্গে মিসতে হবে নেতাদের। না হলে চরম পরিণতির জন্য তাঁদেরকেই দায়ী হতে হবে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!