বিপ্লবী বাংলাদেশ
৩১ অক্টোবর ১৯৭১
বাংলাদেশকে স্বীকার, সমস্যার মীমাংসা
দিল্লীতে বাংলাদেশ মিশনের প্রধান মিঃ হুমায়ুন রশীদ চৌধুরী বলেছেন যে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম স্বীকার করে নিয়ে আলোচনা চালালে এখনও বাংলাদেশ সমস্যার শান্তিপূর্ণ মীমাংসা সম্ভব। তিনি বলেন যে পাকিস্তানের কাঠামোর মধ্যে কখনই বাংলাদেশ সম্ভব নয়। জেনারেল ইয়াহিয়া খান কর্তৃক রাষ্ট্রসংঘের সেক্রেটারী জেনারেল উ থান্টকে ভারত উপমহাদেশ সফরে আহ্বানের উল্লেখ করে মিঃ চৌধুরী বলেন, ইয়াহিয়া শান্তির সাথে কথা বলছেন না কারণ ভারতের বিরুদ্ধে তার “পরিকল্পিত অভিযান” তারই ধ্বংশ হওয়ার মত অবস্থা সৃষ্টি করেছে। মিঃ চৌধুরী পরিস্কারভাবে জানিয়ে দেন যে সমস্যাটা বাংলাদেশের জনগণ ও ইয়াহিয়া খান সরকারের মধ্যে সীমাবদ্ধ।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল