বিপ্লবী বাংলাদেশ
৩১ অক্টোবর ১৯৭১
নির্বাচনের নামে ইয়াহিয়ার প্রহসন
বিগত ডিসেম্বরের নির্বাচনে যে সব দলের যে সব তথাকথিত নেতা আওয়ামীলীগের কাছে ডিগবাজী খেয়ে জামানত হারিয়ে “আর ওমুখো হব না” বলে ঘরমুখো হয়েছিল, চতুর ইয়াহিয়া এই সব তথাকথিত জননেতা ও দেশ দরদীদের ধরে এনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের জনপ্রতিনিধি করে ছেড়েছেন। জনতার ভোট না পেয়েও যে জনপ্রতিনিধি হওয়া যায় তার একমাত্র নজীর দেখাল বাংলাদেশে চালাক ইয়াহিয়া। ইয়াহিয়ার বাংলাদেশে নির্বাচন করার যেমন অধিকার নেই তেমনি মুক্তি বাহিনীর চ্যালেঞ্জের সম্মুখে দাঁড়াতে সাহস না পেয়ে এই সব ডিগবাজী খাওয়া বিশ্বাসঘাতকদের ধরে এনে নমিনেশনস দিয়ে রাতারাতি বিনা ভোটে জনপ্রতিনিধি করার সমস্ত কৃতিত্ব ইয়াহিয়ার!
কামরুজ্জামান বলেন
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রি এইচ.এম. কামরুজ্জামান এই ঘটনাকে ইয়াহিয়ার চালাকী বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেছেন, ওখানে কোন নির্বাচন হয়নি এবং ইয়াহিয়ার নির্দেশিত শর্ত অনুযায়ী কোন নির্বাচন হতে পারে না, বাংলাদেশের জনগণ ঐ নির্বাচিতদের একজনকেও নির্বাচিত করেনি।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল