You dont have javascript enabled! Please enable it! 1971.10.17 | বাংলাকে দিয়েছে যারা বিকিয়ে তাদের ক্ষমা নেই—ক্ষমা নেই: কুখ্যাত মোনায়েম খাঁ নিহত | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
১৭ অক্টোবর ১৯৭১

বাংলাকে দিয়েছে যারা বিকিয়ে তাদের ক্ষমা নেই—ক্ষমা নেই
কুখ্যাত মোনায়েম খাঁ নিহত

১৩ই অক্টোবর, বাংলার বীর বিপ্লবী মুক্তি যোদ্ধারা স্বৈরাচারী আইয়ুবের দোসর কুখ্যাত গভর্ণর মোনায়েম খাঁকে গুলি করে হত্যা করেছে। শত্রু কবলিত ঢাকা বেতার থেকেও এ সংবাদ প্রকাশিত হয়েছে।
বিগত ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর মোনায়েম খাঁ চাকরী হারিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে আত্মগোপন করে ছিলেন এতদিন কিন্তু পাপের প্রায়শ্চিত্ত একদিন না একদিন মানুষকে করতেই হয়। মোনায়েম খাঁর পাপ তাই তাকে মুক্তি দিলনা; বিগত ৬৯’র অভ্যুত্থানে এই কুখ্যাত মোনায়েমের নির্দেশেই বাংলাদেশের বুকে হাজার হাজার মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। ৬৯’র এর শহীদের আত্মা জানিনা এতেও তৃপ্তি হয়েছে কিনা, তবে আজকের বিক্ষুব্ধ বাংলাদেশ বেঈমান বিশ্বাসঘাতক মোনায়েম খাঁর মৃত্যুতে পরিতৃপ্ত হয়নি। বাংলার মানুষ পরিতৃপ্ত হবে সেইদিন যেদিন বাংলার বুক থেকে সমস্ত বিশ্বাসঘাতকরা নিশ্চিহ্ন হয়ে যাবে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল