You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
১৭ অক্টোবর ১৯৭১

পুতুলদের পদত্যাগ

১৫ই অক্টোবর—খবর পাওয়া গেছে যে ডাঃ এ.এম. মালিকের পুতুল মন্ত্রীসভার ৬ জন সদস্য পদত্যাগ করেছেন। মুক্তিবাহিনীর হাতে প্রাক্তন গভর্ণর মোনেম খানের মৃত্যু হওয়ায় ডাঃ মালিকের মন্ত্রীসভার সদস্যরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তারজন্যেই তাঁরা মন্ত্রী হতে অস্বীকার করছেন। ডাঃ মালিক এই মন্ত্রীদের পদত্যাগ না করার জন্য অনুরোধ করেন। কিন্তু মন্ত্রীরা সে অনুরোধ গ্রাহ্য করেননি। এই মন্ত্রীদের আরও ভয় হয়েছে, পাছে পাক সামরিক জুন্টা তাঁদের গ্রেফতার করে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল