বিপ্লবী বাংলাদেশ
২৪ অক্টোবর ১৯৭১
যুদ্ধ সন্নিকটে, মোকাবিলা করতে হবে
বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্য্যকরী কমিটির সভায় অবিলম্বে বাংলাদেশ সরকারের সকল মন্ত্রী এবং জন প্রতিনিধিদেরকে অবিলম্বে বাংলাদেশের মুক্তাঞ্চলে মুক্তি যোদ্ধাদের সহায়তা এবং প্রশাসনিক কার্যভার গ্রহণের জন্য আত্মনিয়োগ করতে বলেছেন।
আলোচনায় বলা হয় মুক্তিযোদ্ধাদের কাছে প্রচন্ড রকম মার খেয়ে পাকিস্তান এখন মরিয়া হয়ে উঠেছে। তাই ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে বিশ্বকে বাংলাদেশের প্রশ্নে ধোঁকা দেওয়া এবং আত্মরক্ষার জন্য ফন্দি আটছে পাক সরকার। কাজেই সেই পরিস্থিতি বাংলাদেশ সরকারকেই মোকাবিলা করতে হবে। এ পরিস্থিতিতে উপযুক্ত নেতৃত্বের প্রয়োজন আছে অতএব এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল