বিপ্লবী বাংলাদেশ
২৪ অক্টোবর ১৯৭১
এ যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ, এ যুদ্ধ মুক্তির যুদ্ধ
ছাতক শহর মুক্ত
২১ সেপ্টেম্বর, সপ্তাহব্যাপী প্রচন্ড যুদ্ধের পর সিলেটের ছাতক শহর অবশেষে জঙ্গীশাহি লেলিয়ে দেওয়া বর্বর সৈন্যবাহিনী থেকে মুক্ত হল।
ঘটনার বিবরণে প্রকাশ, সিলেটের ছাতক শহর পাকসৈন্য অবরুদ্ধ হয়েছিল অনেকদিন থেকে। অবশেষে দুর্বার মুক্তিবাহিনী এখানে আক্রমণ চালায়। সাতদিন ধরে দিন-রাত সমানে যুদ্ধ চলে। মুক্তিবাহিনীর প্রচন্ড আক্রমণে পাক সৈন্যরা মরিয়া হয়ে বিমান বাহিনীর সাহায্য নেয় অনবরত বিমান থেকে বোমা বর্ষণ চলে। কিন্তু এত করেও বাংলার বিপ্লবীদের ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি। মুক্তিবাহিনীর প্রচন্ড আক্রমণে পাক সৈন্যরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় ছাতক শহর থেকে।
এখানের যুদ্ধে মুক্তি বাহিনী ৫০ জনের অধিক খান সেনা নিহত করেছে। বহুসংখ্যক আহত হয়েছে।
বর্তমানে ছাতক শহর সম্পূর্ণ মুক্তি বাহিনীর নিয়ন্ত্রণে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে সিলেট শহর থেকেও অসম সাহসী মুক্তিযোদ্ধারা পাক সৈন্য বিতাড়িত করতে সক্ষম হবে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল