বিপ্লবী বাংলাদেশ
১৭ অক্টোবর ১৯৭১
“উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই ওরে ভাই নাই”
প্যারিস, ১৩ই অক্টোবর—বিশিষ্ট ঔপন্যাসিক এবং ফরাসী সরকারের সাংস্কৃতিক দপ্তরের প্রাক্তন মন্ত্রী আঁদ্রে মালরো বাংলা দেশের মুক্তি সংগ্রামে যোগদানের উদ্দেশ্যে ভারতে আসবেন বলে জানিয়েছেন। এই পরিকল্পনার কথা তিনি দ্যগলপন্থী এবং আন্দোলনের সভাপতি রবার্ট এস ম্যানকে এক চিঠিতে জানিয়েছেন।
কিছুদিন পূর্বেই আঁদ্রে মালরো বাংলাদেশে মুক্তি যুদ্ধে সক্রিয় যোগদানের কথা ঘোষণা করেছিলেন। সম্প্রতি ফ্রান্সের ভারতীয় দূতাবাসে এক চিঠি দিয়ে মিঃ মালরো বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ অথবা রাষ্ট্রসংঘে বাংলাদেশের স্বাধীনতার দাবীর সমর্থনে বক্তব্য পেশ করার অভিপ্রায়ের কথা ঘোষণা করেছেন।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল