বিপ্লবী বাংলাদেশ
১৭ অক্টোবর ১৯৭১
পূর্ণ স্বাধীনতা, নয়তো মৃত্যু
ন্যাশনাল আওয়ামী পার্টির (সভাপতি মওলানা ভাসানী) পক্ষে আমিন আহমেদ মুজিবনগর থেকে এক বিবৃতি প্রচার করেছেন। এই বিবৃতিতে বলেছেন বাংলাদেশের মানুষ পূর্ণ স্বাধীনতা ছাড়া কোন রাজনৈতিক সমাধান মেনে নেবে না। জনগণের মুক্তি সংগ্রাম যখন জনযুদ্ধে রূপান্তরিত হতে চলেছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মুক্তি সংগ্রাম নিয়ে রাজনৈতিক সমাধানের নামে ষড়যন্ত্র শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। ন্যাশনাল আওয়ামী পার্টি জনগণকে এই ষড়যন্ত্র সম্পর্কে হুসিয়ার থাকতে বলেছেন। আপোষের মাধ্যমে বাংলাদেশের মুক্তি আসবে না। বেঁচে থাকার প্রয়োজনেই বাংলার মানুষকে হানাদার দস্যুদের বিরুদ্ধ সশস্ত্র লড়াই অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করা হয়, মজলুম জননেতা মওলানা ভাসানী গত ২৪শে জুনের বিবৃতিতে দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা করেছিলেন, বাংলাদেশের জনগণ রাজনৈতিক মীমাংসার নামে ধোঁকাবাজি কিছুতেই গ্রহণ করবে না। তাদের একমাত্র পণ : হয় পূর্ণ স্বাধীনতা নয়তো মৃত্যু।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল