২ এপ্রিল ১৯৭১ঃ রাওয়ালপিন্ডিতে জুলফিকার আলী ভুট্টো
পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো রাওয়ালপিন্ডিতে এক হোটেলে এক সাংবাদিক সম্মেলনে বলেন, সমস্ত চেষ্টা সত্ত্বেও ভারত বিশ্ব এর বৃহত্তম মুসলিম দেশ পাকিস্তান কে ধ্বংস করার কাজে সাফল্য লাভ করতে পারবে না। এর আগে তিনি পিপিপি সংসদ সদস্য এবং নেতাদের সাথে বৈঠক করেন। ভুট্টো পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের তীব্র নিন্দা করেন। তিনি জনগণকে ১৯৪৭ ও ১৯৬৫ সনের মতই ভারতীয় ষড়যন্ত্র নস্যাৎ করার আহ্বান জানান। তিনি বলেন ভারতের ষড়যন্ত্র খুবই পরিস্কার এবং তাদের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে। অপর এক সংবাদ সম্মেলনে ভুট্টো বলেন বিদেশী সংবাদ দাতাদের পক্ষপাত মুলক সংবাদ প্রকাশের নিন্দা করেন। এ সময়ে নয়া চীন বার্তা সংস্থাকে বলেন আপনি নহেন। তার এ সম্মেলনে অন্য কোন সংবাদ মাধ্যম কভার করতে আসেনি।