বিপ্লবী বাংলাদেশ
১৭ অক্টোবর ১৯৭১
মুক্তিবাহিনীর অফিসারদের প্রতি
সেনাপতি ওসমানীর মুক্তিবাহিনীর প্রথম অফিসারস ট্রেনিং সমাপন কুচওয়াজের ভাষণ
বাংলার সূর্যসন্তান।—
বাংলাদেশ বাহিনীর ভাবী অফিসাবৃন্দ।—
মৌলিক সামরিক শিক্ষা শেষে রাষ্ট্রপ্রধানের নিযুক্ত অফিসাররূপে সেকেন্ড লেঃ পদে কার্য্যবাহনের ন্যূনতম দক্ষতা অর্জনের জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই—
আজকে এই উপলক্ষে আমি আপনাদের কয়েকটি উপদেশ দিতে চাই। (১) প্রথমতঃ আপনারা পৃথিবীর সব চাইতে সম্মানিত পেশা নিচ্ছেন, যা রাষ্ট্রের ও জনগণের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য অস্ত্র ধারণ করে। এতে আপনাদের সৈনিকদের যুদ্ধে নেতৃত্ব দিতে হবে। এর জন্য আপনাদের রণকৌশল এবং সামরিক প্রশাসন ব্যবস্থায় দক্ষতা লাভের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।
(২) আমি এ বিষয়ে গুরুত্ব দিতে চাই যে এটাই একমাত্র পেশা, যেখানে আপনার অনুসারীদের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে সেজন্যেই তাদের আস্থা ও বিশ্বাস ভাজনের জন্য আপনাকে বিশেষ কতকগুলি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, এগুলো—১। আত্মত্যাগ। ২। আনুগত্য ৩। শৃঙ্খলা ৪। তাদের অনুপ্রেরণার উৎস হবে আপনার ব্যক্তিগত উদাহরণ ৫। শারিরীক শক্তি ও মানসিক সূক্ষ্মতা।
আপনারা যদি এগুলো মনে রাখেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা বাংলাদেশের যোগ্য অফিসাররূপে প্রতিষ্ঠিত হবেন। নিশ্চয় স্রষ্টা আপনাদের সহায় হবে।
জয়বাংলা
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল