বিপ্লবী বাংলাদেশ
১০ অক্টোবর ১৯৭১
মেজর এম.এ. জলিলের নির্দেশ
০ রাজাকার বাহিনীতে ও দালাল বাহিনীতে যারা আছ, অস্ত্রশস্ত্র সহ অতি সত্বর আমার কাছে আত্মসমর্পণ কর।
০ যে সব দুষ্কৃতকারী মুক্তিফৌজের নামে চাঁদা আদায় করছো, লুঠতরাজ করছো, নারী-ধর্ষণ করছো তাদেরকে হুঁসিয়ার করে দিচ্ছি, আমাকে তোমরা ভাল করেই জানো, পিরোজপুরে ডাকাতীর দায়ে যেমন ভাবে ডাকাতের বুকে গুলি চালিয়েছি, তেমনভাবে তোমাদের বুকেও চালাবো।
০ তোমরা মনে করেছিলে মুক্তিফৌজ এখানে আসবে না, আমি কোনদিন আসবো না; কিন্তু দেখো আমরা বাঙালীর দুঃখমোচন করতে বঙ্গবন্ধুর নামে অগ্নি-শপথ নিয়ে তোমাদের এখানে এসেছি।
০ মুক্তিবাহিনী যে যেখানে আছো সত্বর যোগাযোগ কর, হানাদার কুত্তাদের নিধন করতে তোমাদের জন্য আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে এসেছি।
০ যে বেইমান বাঙালীর সাথে বেইমানী করেছো বা করবে তারা মৃত্যুর জন্য তৈরী হয়ে যাও, আমার বুলেটে আগুন বেশী, আমার বুলেট লক্ষ্যভ্রষ্ট হয় না।
০ তোমাদের নির্বাচিত প্রতিনিধিগণও আমার সাথে যোদ্ধার বেশে ফিরে এসেছেন। তাঁদেরকেও তোমরা দেখতে পাবে রণক্ষেত্রে, আমার সাথে।
০ বঙ্গবন্ধুর অগ্নি-মন্ত্রে আমি মনে করি, খাঁটি বাঙালী রূপে তোমাদের মাঝে দাঁড়িয়েছি, তাই আমি চাই তোমরাও আমার মতো বাঙালী রূপে বাংলায় থাকবে। থাকবে সোনার বাংলায় সোনার বাঙালী রূপে—বেইমান হয়ে নয়, দালাল হয়ে নয়।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল