You dont have javascript enabled! Please enable it! 1971.10.10 | বাংলাদেশে পাকিস্তানের মৃত্যুই সমাধান —শ্রী জয়প্রকাশ | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
১০ অক্টোবর ১৯৭১

বাংলাদেশে পাকিস্তানের মৃত্যুই সমাধান
—শ্রী জয়প্রকাশ

(ভারতীয় প্রতিনিধি প্রেরিত)
কলকাতায় সর্বোদয় নেতা শ্রীজয়প্রকাশ নারায়ণ এই অভিমত প্রকাশ করেন যে, বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা ছাড়া কোন রাজনৈতিক সমাধান হতে পারে না। রাজনৈতিক সমাধানের কথা চিন্তা করাও এখন অবাস্তব। পাক জঙ্গীশাহীর নাগপাশ থেকে বাংলাদেশকে মুক্ত করতে বাংলাদেশের জনগণ বদ্ধপরিকর। অতএব পাক সরকার যত তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে চলে যায় ততই তাদের মঙ্গল বলে মত প্রকাশ করেন।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল