You dont have javascript enabled! Please enable it! 1971.04.02 | ভারত পাকিস্তান ভাঙ্গার জন্য মুজিবকে অস্র দিতেছিল - সংগ্রামের নোটবুক

২ এপ্রিল ১৯৭১ঃ ভারত পাকিস্তান ভাঙ্গার জন্য মুজিবকে অস্র দিতেছিল

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন সিবিএস এর বরাত দিয়ে রেডিও পাকিস্তান বলেছে ভারত অনেকদিন যাবত শেখ মুজিবের আওয়ামী লীগকে অস্র দিয়ে আসছিল। শেখ মুজিব সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাহিয়াছিলেন আর এর পুরোটাই ছিল পূর্বপরিকল্পিত।