You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
১০ অক্টোবর ১৯৭১

মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ওসমানীর রণাঙ্গন সফর

২রা অক্টোবর, বাংলাদেশ মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি কর্ণেল এম.এ.জি. ওসমানী পূর্ব রণাঙ্গনের অগ্রবর্ত্তী অঞ্চল, বিভিন্ন হাসপাতাল ও মুক্তি সেনাদের শিবির পরিদর্শন করে বিপুল প্রতিকূল আবহাওয়ার মধ্যে ৫ দিন ব্যাপী সফরের পর আজ মুজিবনগরের মুক্তিবাহিনীর সদর দফতরে ফিরে আসেন। তিনি রণাঙ্গনের মুক্তি যোদ্ধাদের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ভাষণ দেন।
মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি মুক্তি সেনাদের কঠোর মনোবল, অসম সাহস, দুর্জয় আত্মবিশ্বাস এবং আত্মোৎসর্গের বিপুল প্রেরণা দেখে গর্ববোধ করেন। তিনি তাঁদেরকে আরও তৎপর হতে এবং ত্যাগস্বীকারের জন্য আহ্বান জানান। তিনি ভাষণদানকালে মুক্তিযোদ্ধাদের অসম সাহসিকতা ও দেশাত্মবোধের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সমগ্র জাতি তাঁদের এই দুঃসাহসী অভিযানের জন্য গর্বিত বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন যে, আপনারা এই মুক্তিসংগ্রামের ভেতর দিয়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করে চলেছেন। প্রধান সেনাপতি তাঁদেরকে একথা স্মরণ করিয়ে দেনে, ‘বাঙালিরা নাকি যোদ্ধাজাত নয়, এই ভ্রান্ত ধারণা আপনারা একদম পাল্টে দিয়েছেন।’ তিনি তাঁর ভাষণে আরও বলেন যে, ছয় মাসের যুদ্ধে মুক্তিযোদ্ধারা যে সাহসিকতা দেখিয়েছেন তাতে করে আমাদের জনসাধারণের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!