You dont have javascript enabled! Please enable it! 1971.09.19 | ইয়াহিয়ার হুমকি নেহাৎই ছেলেমানুষী—শ্রীজগজীবন রাম | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ১৯৭১

ইয়াহিয়ার হুমকি নেহাৎই ছেলেমানুষী—শ্রীজগজীবন রাম
(ভারতীয় প্রতিনিধি প্রেরিত)

ভবনগর, ১২ই সেপ্টেম্বর এখানে হোমগার্ডের সম্মেলনে এক ভাষণে ভারতের প্রতিরক্ষামন্ত্রী শ্রী জগজীবন রাম বলেন, পাকিস্তানী প্রেসিডেন্ট ইয়াহিয়া যে ভারতের বিরুদ্ধে যুদ্ধে হুমকি দিচ্ছে তা নেহাতই ছেলেমানুষী। তিনি বলেন, আমাদের কষ্টার্জিত স্বাধীনতা রক্ষার্থে আমাদের প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ সক্ষম। তিনি ইয়াহিয়া উপদেশ দিয়ে বলেন, যদি ইয়াহিয়া বর্তমান সংকট থেকে এড়াতে চায় তবে বঙ্গবন্ধুকে মুক্তি এবং বাংলাদেশের জনগণের দাবী মেনে নেওয়া উচিত।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল