You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ১৯৭১

বিশ্ব জনমত

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সম্প্রতি আরম্ভ হয়েছে। তাতে পাক জঙ্গীশাহী যে ধরণের বিরূপ সমালোচনার সম্মুখীন হবে, তার কিছু কিছু আভাস এখনই পাওয়া যাচ্ছে। যেমন ২৪টি নিরপেক্ষ দেশের যে সম্মেলন নয়াদিল্লীতে হয়ে গেল, তার রিপোর্টটা। এই সব দেশের প্রতিনিধিরা একজোট হয়ে স্পষ্ট ও দ্ব্যর্থ-হীন ভাষায় ঘোষণা করেছেন যে পাক সরকারকে গণহত্যা বন্ধ করতে হবে, এবং বাংলাদেশ সমস্যার শীঘ্রই রাজনৈতিক সমাধান প্রয়োজন।
“আহ আহরাম”-এর একজন প্রবীণ সম্পাদক ডাঃ ক্লোভিস মাকসুদ আকাশবাণীর টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আরব দেশ সমূহ বাংলাদেশে গণহত্যা বন্ধের জন্য পাক প্রেসিডেন্টের নিকট আবেদন করেছেন। এ থেকেই প্রমাণিত হয়েছে জঙ্গী ইয়াহিয়ার নিন্দায় বিশ্ব আজ সোচ্চার হয়ে উঠেছে। পাক নরপশু সরকার যে এতদিন ইসলামের নামে বিশ্বকে ধোঁকা দিয়েছে ইসলামীক রাষ্ট্রগুলোর সোচ্চার প্রতিবাদে তা প্রমাণিত হয়ে গেছে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!