বিপ্লবী বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ১৯৭১
দিকে দিকে বাজিছে রণহুঙ্কার
মঙ্গলায় মুক্তিবাহিনীর সাফল্য
মুক্তি বাহিনীর একটি বিশেষ দল গত সপ্তাহে মঙ্গলা বন্দরে একটি আমেরিকান জাহাজ ডুবিয়ে দিয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ : গত সপ্তাহে মুক্তি বাহিনীর এই বিশেষ দলটি মঙ্গলা পোর্টে হানা দিয়ে আমেরিকান “ইউ.এস. লাইটেনিং” নামের জাহাজটিকে জলের নীচে দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ডুবিয়ে দিয়েছে। এছাড়া মঙ্গলা বন্দরে আরো একটি পাক জাহাজের ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে। পাকিস্তানী “অল-মুরতাজে” নামের এই জাহাজটি ছিদ্র হয়ে গেছে, এতে জাহাজের মধ্যে জল ঢুকেছে। মুক্তি যোদ্ধারা খুলনায় একটি মাল বোঝাই বিদেশী জাহাজও ডুবিয়ে দিতে সক্ষম হয়েছে।
মঙ্গলা পোর্টে এখন বলতে গেলে আর বিদেশী জাহাজ ভিড়ছে না। কেননা গত একমাসে মুক্তি বাহিনীর জাহাজ ধ্বংসী বিশেষ বাহিনীর তৎপরতা এত বৃদ্ধি পেয়েছে যে বিদেশী জাহাজগুলো এখন আর বাংলাদেশে আসতে রাজী হচ্ছেনা। মঙ্গলা পোর্ট এখন বলতে গেলে মুক্তি বাহিনীর নিয়ন্ত্রণে। পর্যবেক্ষক মহল মনে করছেন, মুক্তি বাহিনী কিছুদিনের মধ্যেই বাংলাদেশ থেকে হানাদারদের বিতাড়িত করতে সক্ষম হবে, বর্তমান মুক্তি বাহিনীর ব্যাপকতায় একথা পরিষ্কার হয়ে গেছে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল