You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ১৯৭১

মুক্তি ফৌজের তৎপরতায় পাক সৈন্য মরিয়া হয়ে উঠেছে
ময়মনসিংহে নাপাম বোমা বর্ষণ

১৪ই সেপ্টেম্বর। জানা গেছে ইদানিং ময়মনসিংহে মুক্তি বাহিনীর তৎপরতা ভীষণ রকম বৃদ্ধি পেয়েছে। ময়মনসিংহ জিলার প্রায় অধ্যাংশ বর্তমানে মুক্তি বাহিনীর নিয়ন্ত্রণে। কিশোরগঞ্জ ও টাঙ্গাইল এখন সম্পূর্ণ পাক হানাদার থেকে মুক্ত। কয়েকদিন আগেই আমাদের অসম সাহসী গেরীলারা এখান থেকে পাক সৈন্যদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এরপর পাক হানাদাররা কয়েকবারই নিজেদের দখলে নেবার জন্য হামলা চালিয়েছে কিন্তু প্রতিবারই মুক্তি বাহিনীর প্রচন্ড মারের চোটে পালিয়ে গেছে। ইদানিং নরপশুর দল মরিয়া হয়ে উঠেছে। কয়েকদিন ধরেই অনবরত পাক বোমারু বিমানগুলো বেসামরীক জনতার উপর নাপাম বোমা বর্ষণ করছে। এতে অসংখ্য বাড়ীঘর এবং ফসল পুড়ে গেছে।

শেষ সংবাদ
১৬ই সেপ্টেম্বর, লেফটেন্যান্ট বেগ’এর নেতৃত্বে একদল মুক্তি বাহিনী সাতক্ষিরার গুরুত্বপূর্ণ ব্রীজটি ধ্বংস করে দিয়েছে। প্রহরারত ৪ জন খানসেনা নিহত হয়েছে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাই