বিপ্লবী বাংলাদেশ
৩১ অক্টোবর ১৯৭১
মুক্তি বাহিনীর দাবী
১। প্রত্যেক বাঙালীকে তারা সঠিক এবং সক্রিয় বাঙালী রূপে দেখতে চায়।
২। প্রত্যেক বাঙালীকে তারা নিজেদের অতি ঘনিষ্ঠ বা আপনজন হিসেবে পেতে চায়।
৩। প্রত্যেক বাঙালীর প্রতি তাদের অনুরোধ ও কামনা তাঁরা যেন পশ্চিমা পিশাচদের আর সহায়তা না করে।
৪। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বক্তব্য মনে রাখুন, “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
৫। প্রত্যেক বাঙালীর প্রতি আহ্বান আসুন বঙ্গবন্ধুর সেই ডাকে—কায়মনোবাক্যে অগ্রসর হই।
ইনসাল্লাহ স্বাধীনতা অনিবার্য্য
মেজর জলিল
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল