You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
১২ সেপ্টেম্বর ১৯৭১

পাক বেতারের মিথ্যা প্রচারের বহর

পাক দখলিকৃত ঢাকা বেতার যে কতদূর মিথ্যা প্রচারে পারদর্শী তার প্রমাণ মিলেছে কয়েকদিন আগের এক প্রচারে। গত মাসের শেষের দিকে ঢাকা বেতার থেকে প্রচার করা হয়েছিল যে পাক সেনারা নাকি শ্যামনগর থেকে মুক্তি বাহিনীকে হটিয়ে দিয়েছে এবং ক্যাপ্টেন হুদা, লেফটেন্যান্ট বেগ, লেফটেন্যান্ট আরেফিন এই তিনজনকে হত্যা করেছে এবং কয়েকজন মুক্তিবাহিনীকে বন্দী করেছে। এর সত্যতা সম্পর্কে জানতে গিয়ে আমাদের রণাঙ্গন প্রতিনিধি এদের তিনজনকেই জীবিত দেখতে পান। বর্ত্তমানে তাঁরা মুক্তাঞ্চলে মুক্তি বাহিনীর পরিচালনায় নিয়োজিত আছেন। প্রকাশ, যে শ্যামনগর এখনও সম্পূর্ণ মুক্তি বাহিনীর নিয়ন্ত্রণে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল