You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
১২ সেপ্টেম্বর ১৯৭১

উথান্টের প্রতি আবেদন—অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম

৮ই সেপ্টেম্বর, মুজিবনগর। বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি মিঃ নজরুল ইসলাম রাষ্ট্রসঙ্গের সেক্রেটারী মিঃ উথান্টের প্রতি এক আবেদনে বলেন, উথান্টের ব্যক্তিগত প্রভাব বাংলাদেশের ব্যাপারে কাজে লাগান। বঙ্গবন্ধুর বিচার প্রহসন বন্ধ করতে এবং বিনা সর্তে তাঁর মুক্তির জন্যও উথান্টকে এগিয়ে আসতে অনুরোধ করেছেন। বঙ্গবন্ধু কোথায় কি অবস্থায় আছেন বাংলার মানুষ তা জানতে চায়। বাংলার নয়নমণি বঙ্গবন্ধুর যদি প্রাণনাশ কর হয় তাহলে বাংলার মানুষ প্রতিশোধ নিতে বদ্ধপরিকর।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল