বিপ্লবী বাংলাদেশ
৫ সেপ্টেম্বর ১৯৭১
পাক কূটনীতিকের পদত্যাগ
১৯শে আগস্ট, ষ্টকহোম। এখানকার পাক হাইকমিশনের একজন বাঙালী কূটনীতিক ৩০ বছর বয়স্ক মোহাম্মদ শফীউল্লা বর্বর জঙ্গীশাহীর চাকুরীতে ইস্তাফা দিয়ে বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, যে সরকার আমার দেশের লাখো লাখো মানুষকে হত্যা করেছে, বাড়ী ঘর ধ্বংস করেছে, সে সরকারের চাকুরী আমি আর করবোনা। তিনি সুইডেন সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল