You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
১২ সেপ্টেম্বর ১৯৭১

বাংলাদেশে সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠিত

৯ই সেপ্টেম্বর, মুজিবনগর। বাংলাদেশের পাঁচটি দলের দুদিনব্যাপি সম্মেলনের পর বাংলাদেশ সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠিত হয়েছে। আজ মুজিবনগর থেকে এক যুক্ত বিবৃতিতে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা ছাড়া কোন আপোষ মেনে নেবে না বাংলাদেশের জনগণ। এই কমিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সহায়তা করবে। এই দল বাংলাদেশ সরকারের প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়েছেন। এই সম্মেলনে এক প্রস্তাবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে বাংলাদেশকে স্বীকৃতি দেবার জন্য অনুরোধ জানান হয়। বঙ্গবন্ধুর বিচার প্রহসনের নিন্দা করা হয় এবং অবিলম্বে বঙ্গবন্ধুর মুক্তি দাবী করা হয়। বাংলাদেশ থেকে ৮৫ লক্ষ শরণার্থীকে আশ্রয় এবং ভরণ পোষণের জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাঁচটি দলের ৮ জন সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। উপদেষ্টা কমিটির মধ্যে আছেন, মৌলানা আবদুল হামিদ খান ভাসানী (ভাসানী ন্যাপ), শ্রীমণি সিং (কম্যুনিষ্ট পার্টি), শ্রীমনোরঞ্জন ধর (বাংলাদেশ কংগ্রেস), অধ্যাপক মোজাফফর আহম্মদ (মোজাফফর ন্যাপ), তাজ্জুদিন আহম্মদ (আওয়ামী লীগ), খোন্দকার মোসতাক আমেদ (আওয়ামী লীগ)। জনাব তাজুদ্দিন আহম্মদ এই কমিটির আহ্বায়ক হয়েছেন। রাজনৈতিক মহল মনে করছেন এই কমিটি গঠিত হওয়ায় বাংলাদেশের স্বীকৃতি আরো ত্বরান্বিত হবে।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!