বিপ্লবী বাংলাদেশ
৫ সেপ্টেম্বর ১৯৭১
শেখ মুজিবের মুক্তি দাবী
২রা আগষ্ট, খবরে প্রকাশ, আমেরিকার সেন্ট-লুই পোষ্ট পত্রিকা বঙ্গ-বন্ধুর মুক্তি দাবী করেছেন। পত্রিকা বলেছেন, বঙ্গবন্ধুর বিচার করে বাংলা দেশের মুক্তি যুদ্ধকে নিশ্চিহ্ন করা যাবেনা। শেখ-মুজিবের প্রাণনাশ করা হলে তা হবে আরো মারাত্মক। এর ফলে উপ-মহাদেশে শান্তি বিঘ্নিত হবার সম্ভাবনাও রয়েছে।
২৯শে আগষ্ট, নয়াদিল্লী, গত ২৩শে আগষ্ট জামাতের কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদের গৃহীত এক প্রস্তাবে পাকিস্তান সরকারের নিন্দে করেছেন এবং বাংলা দেশের ঘটনার জন্য পাক সরকারকে দায়ী করেছেন। প্রস্তাবে বলা হয়েছে, ইসলামের নামে পাক সরকার অনৈশ্লামিক কার্যকলাপ চালিয়েছে বাংলাদেশে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল