বিপ্লবী বাংলাদেশ
৫ সেপ্টেম্বর ১৯৭১
দিল্লীতে বাংলাদেশ মিশন স্থাপিত
৩০শে আগষ্ট, আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, দিল্লীতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং কোরান, গীতা, বাইবেলের শ্লোক পাঠের মাধ্যমে আজ এখানে আনুষ্ঠানিক ভাবে বাংলা দেশ মিশনের উদ্বোধন করা হয়। সরকারী ভাবে স্বাধীন বাংলা দেশের এটি চতুর্থ মিশন। আনন্দ নিকেতনের একটি ভাড়া বাংলোয় এই মিশন স্থাপিত হয়। এই অনুষ্ঠানে সাংবাদিক, কূটনীতি এবং এঁদের বন্ধু বান্ধবদের উপস্থিতিতে মিশনের প্রধান মিঃ কে.এম. শাহাবুদ্দিন বলেন, ভারত আমাদের নতুন রাষ্ট্রের প্রতি সহানুভূতি এবং সমর্থন জানিয়েছেন। আমরা আশা রাখি ভারত শীঘ্রই আমাদের কূটনীতিক স্বীকৃতি দেবেন।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল