বিপ্লবী বাংলাদেশ
১২ সেপ্টেম্বর ১৯৭১
ভারতসহ কয়েকটি রাষ্ট্র শীঘ্রই বাংলাদেশকে স্বীকৃতি দেবেন
বাংলাদেশের মন্ত্রীদের সঙ্গে কল-এর বৈঠক
৭ই সেপ্টেম্বর, মুজিবনগর—আজ মুজিবনগরে ভারতের পররাষ্ট্র সচিব শ্রী টি এন কল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহম্মদ ও পররাষ্ট্র মন্ত্রী খোন্দকার মোস্তাক আহম্মদের সঙ্গে দুটি বৈঠকে মিলিত হন। জানা গেছে বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের স্বীকৃতি ও পুনর্গঠন সম্পর্কে আলোচনা হয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে শ্রীকল দিল্লীতে ফিরে গিয়ে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নিকট একটি রিপোর্ট দেবেন। ওয়াকিবহাল মহল থেকে জানা যায় ভারত সরকার খুব শীঘ্রই বাংলাদেশ সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দেবেন। বিশ্বস্তসূত্রে জানা গেছে, ভারতের স্বীকৃতি দেবার সঙ্গে সঙ্গে আরো কয়েকটি রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেবেন।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল