বিপ্লবী বাংলাদেশ
১২ সেপ্টেম্বর ১৯৭১
বাংলাদেশকে দমানো যাবে না—শ্রীমতী ইন্দিরা গান্ধী
(ভারতীয় প্রতিনিধি প্রেরিত)
জম্মু, ৬ই সেপ্টেম্বর—প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সীমান্ত শহর রাজৌরীতে এক বিরাট জনসমাবেশে তেজদৃপ্ত ভাষণে বলেন, পাক জঙ্গীশাহী বাংলাদেশে নৃশংস হত্যাকান্ড চালিয়েছে। তিনি বলেন, জনগণের দাবী কোনদিন কোন সরকার দাবিয়ে রাখতে পারেনি। পৃথিবীর ইতিহাস তার সাক্ষ্য দেয়। বাংলাদেশে যা ঘটেছে তাতে আমরা দর্শক হয়ে থাকতে পারি না। বাংলাদেশের ব্যাপার প্রকারান্তরে আমাদেরও ব্যাপার; যেহেতু ৮০ লক্ষ শরণার্থী আমাদের দেশে আশ্রয় নিয়েছেন। তিনি আরো বলেছেন, যদি পাকিস্থান আমাদের আক্রমণ করে তবে আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনী তার সমুচিত জবাব দিতে সর্বদা প্রস্তুত আছে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল