You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
১২ সেপ্টেম্বর ১৯৭১

আমার পথ থেকে সরে দাঁড়ান—ভুট্টোর প্রতি ইয়াহিয়া

৯ই সেপ্টেম্বর, বাংলাদেশ। এক গোপন সংবাদে জানা গেছে প্রেসিডেন্ট ইয়াহিয়া লারকানার নবাবজাদা ভুট্টোর সমস্ত দাবী প্রত্যাখ্যান করেছেন। এবং ভুট্টোকে এই বলে হুঁশিয়ার করে দিয়েছেন, “আমার পথ থেকে সরে দাঁড়ান, না হলে আপনাকেও বন্দী করা হবে”। জানা গেছে ভুট্টো নাকি ইয়াহিয়ার কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী জানিয়েছিলেন। ভুট্টো নাকি দাবী করেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ—এখন আমার পিপলস পার্টিই পাকিস্তানের একমাত্র সংখ্যাগরিষ্ঠ দল। সেহেতু সংখ্যাগরিষ্ঠ দলের দাবী মেনে নেওয়া উচিত। প্রেসিডেন্টের বিগত জুন মাসের বেতার ভাষণের উল্লেখ করে ভুট্টো দাবী করেন পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করার দায়িত্ব জাতীয় পরিষদের উপর ছেড়ে দেওয়া উচিত। কেননা সামরিক সরকার জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। তাই সামরিক সরকার দ্বারা তৈরী শাসনতন্ত্র জনগণের কাছে গ্রহণযোগ্য হবেনা। কিন্তু পাক প্রেসিডেন্ট এ প্রস্তাবে অসম্মতি প্রকাশ করলে ভুট্টো এই বলে হুমকি দেন, আমার দাবী মেনে নেওয়া না হলে আমার দল আন্দোলন শুরু করবে। এ কথার পরিপ্রেক্ষিতে পাক প্রেসিডেন্ট উপরোক্ত কথা বলে সতর্ক করে দেন।
প্রকাশ এই, ভুট্টোর পরামর্শে বিগত মার্চ মাসে ইয়াহিয়া বাংলাদেশে লুন্ঠন, অগ্নিসংযোগ, নারী ধর্ষণ, নারী হত্যা, শিশু হত্যা, শুরু করেছিলেন। এহেন ভুট্টোর বর্তমান অবস্থা দৃষ্টে রাজনৈতিক মহল মনে করছেন ভুট্টো যদি বেশী বাড়াবাড়ি শুরু করেন তা হলে ভুট্টো এবং তার দলের সমাধি হবে ইয়াহিয়ার হাতে।
জানা গেছে, ভুট্টো প্রেসিডেন্টের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বর্তমানে অসুস্থতার ভান করে অন্দরে প্রবেশ করেছেন।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!