বিপ্লবী বাংলাদেশ
১২ সেপ্টেম্বর ১৯৭১
ওরা বাংলা ভাষাকে মুছে ফেলতে পারবে না
৮ই সেপ্টেম্বর, বাংলাদেশ। আমাদের বিশেষ প্রতিনিধি জানাচ্ছেন, নরপিশাচ ইয়াহিয়া সরকার বাংলাদেশ থেকে বাংলা ভাষাকে মুছে ফেলার জন্য তৎপর হয়ে উঠেছে। এরি মধ্যে পাক নরপশুরা বাংলাদেশে ঘোষণা করেছে, বাংলায় কোন রকম সাইনবোর্ড এবং গাড়ীতে নাম্বার প্লেট ব্যবহার করতে পারবে না। উর্দ্দু কিংবা ইংরেজীতে লিখতে হবে। ইদানিং আর এক খবরে জানা গেছে সমগ্র দেশের জন্য ইয়াহিয়া সরকার উর্দ্দুতে বর্ণমালা প্রবর্তনের চেষ্টা করছে। কিন্তু এই হীন ষড়যন্ত্র বাংলার মানুষ সহ্য করবে না। বুকের রক্ত ঢেলে যে ভাষাকে বাংলার মানুষ সোনার সিংহাসনে প্রতিষ্ঠিত করেছেন, সেই মাতৃভাষার অবমাননা বাংলার বিপ্লবী মানুষ কিছুতেই হতে দেবেন না।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল