You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
৫ সেপ্টেম্বর ১৯৭১

আসল টিক্কা খান আসলেই নিহত?

২রা আগষ্ট, বাংলাদেশ। আমরা জানি আসল টিক্কা খান মার্চ মাসে গুরুতর আহত হয়েছিলেন। পরে অনেক মহল থেকে দাবী করা হয়েছিল টিক্কা খান নিহত। কিন্তু পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া মৃত টিক্কা খানকে আবার জীবিত করলেন তাও আমরা জানি। তবে আজকে আবার টিক্কা খানকে অপসারণ করা হল কেন? টিক্কা খানের চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কেও সবাই ওয়াকিবহাল। টিক্কা খানকে বিশ্ববাসী জানেন একজন নররূপী নরপিশাচ বলে। যখনি দেশের কোনঅঞ্চলে ন্যায্য দাবীতে আন্দোলন শুরু হয়েছে তখনি সেই আন্দোলন দমনে ডাক পড়েছে কুখ্যাত টিক্কা খানের। টিক্কা খানের চরিত্রের বৈশিষ্ট্য হল, হত্যা, লুন্ঠন, অগ্নিসংযোগ, নারী হরণ, নারী ধর্ষণ। এর সবকটির প্রকাশ বাংলাদেশে ঘটছে, কিন্তু কথা তা নয়। কথা হচ্ছে, ইয়াহিয়া সরকারের বাংলাদেশের আন্দোলন দমন করবার এমন একজন সুদক্ষ নরঘাতকেরই তো প্রয়োজন ছিল। তাছাড়া বর্তমানে বাংলাদেশের মুক্তি যোদ্ধারা যে ভাবে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি এবং খান সেনাদের নিধন করে চলেছেন ঠিক সেই মুহূর্তে টিক্কা খানের অপসারণের কারণ কি? বরং ইয়াহিয়ার এই মুহূর্তে টিক্কা খানেরইতো প্রয়োজন ছিল বেশী। তবে কি আসল টিক্কা খান বিগত মার্চ মাসেই নিহত হয়েছিলেন। এতদিন তবে কি ইয়াহিয়া নকল টিক্কা দিয়ে টিক্কার কাজ চালিয়েছেন? তবে কি অপসারণের কারণ নকল টিক্কা অত্যধিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে, বামুন হয়ে চাঁদে হাত দেবার স্বপ্ন দেখেছিলেন? তাছাড়া ভীরু, কাপুরুষ ইয়াহিয়া সবসময়ই টিক্কা খানকে ভয় ডর করতেন। এহেন ইয়াহিয়া টিক্কা খানকে সরিয়ে দেবার সাহসই বা করলেন কি করে? সবচেয়ে বড় কথা টিক্কা খানই বা ইয়াহিয়ার এই ভূমিকা নীরবে মেনে নিলেন কি ভাবে?
তাই পর্যবেক্ষক মহল মনে করছেন, আসল টিক্কা খান বিগত মার্চ মাসেই নিহত হয়েছিলেন। ইয়াহিয়া এতদিন নকল টিক্কা দিয়ে টিক্কা খানের কাজ চালিয়েছেন। পর্যবেক্ষক মহল মনে করছেন টিক্কা খানের মৃত্যুর সংবাদ গোপনের কারণ মুক্তিযোদ্ধাদেরকে বিশ্বের কাছে কতিপয় দুষ্কৃতিকারী এবং অনুপ্রবেশকারী রূপে চিহ্নিত করা। যেহেতু টিক্কা খান নিহত হয়েছিলেন এক মুক্তি যোদ্ধার হাতেই।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!