You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
৫ সেপ্টেম্বর ১৯৭১

গভর্ণর যে কেউ হোক তার সঙ্গে সম্পর্ক নেই
—আবু সঈদ চৌধুরী

১লা সেপ্টেম্বর, লন্ডন, লন্ডনস্থ বাংলাদেশ মিশনের প্রধান, বিচারপতি আবু সঈদ চৌধুরী বলেন, টিক্কা খানকে অপসারণ করে মিঃ মালিককে নিয়োগ করাতে আমাদের কিছু আসে যায়না। দখলিকৃত বাংলাদেশে গভর্নর হয়ে যেই আসুক, তার সঙ্গে বাঙালীর কোন সম্পর্ক থাকবেনা। বাঙালীরা ইয়াহিয়ার শেষ সৈন্যটি ধ্বংস না হওয়া পর্যন্ত নিরস্ত্র হবেনা। তিনি আরো বলেন, বাঙালী দমনে টিক্কা খানেরা ইচ্ছে করে বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। এহেন মানুষের নিন্দা করার মত ভাষা আমার নেই।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল