You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
২৯ আগস্ট ১৯৭১

মুক্তিযোদ্ধা ফজলুল হক ও সওগাতুল আলমের সাথে সাক্ষাৎকার

বরিশাল, খুলনা পটুয়াখালী ও ফরিদপুর মুক্তি বাহিনীর প্রধান কার্যালয়ে আমাদের রণাঙ্গন প্রতিনিধি ফরিদুল ইসলাম, ফ্লাইট সার্জ্জেন্ট ফজলুল হক, এম.পি.এ, এর সাথে সাক্ষাত করেন। মিঃ হককে আমাদের প্রতিনিধি খুব কর্ম্মব্যস্ত দেখতে পান। আমাদের প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে মিঃ ফজলুল হক বলেন যে মুক্তি বাহিনীর সংবাদ আপনাদেরিই ভাল করে জানার কথা। তবে আমি এইটুকু বলতে পারি যে মুক্তি বাহিনী হানাদার খানসেনাদের আর মাত্র কিছুদিনের মধ্যেই নির্মূল করে দিতে পারবে।
মঠবারিয়া পারঘাটায় জনাব সওগাতুল আলম (পরিষদ সদস্য) আমাদের প্রতিনিধিকে বলেন, মুক্তিযোদ্ধারাই সোনার বাংলা গড়বে। তাই আমি একজন মুক্তিযোদ্ধা।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল