২ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ- সিলেট মৌলভীবাজার
সিলেটে নৌ ও বিমান পথে পাকিস্তানীরা সৈন্য বৃদ্ধি করছিল। সংবাদটি শফিউল্লাহ এবং সিআর দত্তের জানা ছিল। তারা শক্তি বৃদ্ধি না করে বিদ্রোহী বাঙ্গালীদের উপর আক্রমনে আসবে না তাও তাদের হিসেবে ছিল। সিলেটে সফিউল্লাহর বাহিনী পৌঁছেছিল তা সত্ত্বেও সিআর দত্তের বাহিনী শেরপুর সাদিপুর প্রতিরক্ষায় নিয়োজিত রইল। কর্নেল রব সীমান্ত ঘুরে ঘুরে ইপিআরদের যোগাড় করা শুরু করলেন। মানিক চৌধুরী অস্র সংগ্রহ শুরু করলেন। এদিন তার বাহিনী সাড়ে চারশোতে পৌঁছল। সৈনিকদের খাওয়া দাওয়ার দায়িত্ব নিলেন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের গিয়াসুদ্দিন, তোয়াবুর রহিম, আজিজ, ডঃ আলী, আলতাফ ইলিয়াস। এর মধ্যেই পাকিস্তানী বাহিনী সড়ক ও নৌপথে শেরপুর সাদিপুরে চলে আসে। এদের কাছে ২ ইঞ্চি ৩ ইঞ্চি মর্টার ছিল। কর্নেল রব তার যোগাড় করা কিছু ইপিআর বড়গ্রাম, গাজুকাটিতে মোতায়েন করলেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয় গতকাল তাদের বাহিনী শমশের নগরে ভারত থেকে আসার সময় অস্র সহ এক কনভয় ধ্বংস করে দিয়েছে।