বিপ্লবী বাংলাদেশ
২৯ আগস্ট ১৯৭১
বরিশালে মুক্তি বাহিনীর পাঁচ ঘন্টা ঘরে খন্ড যুদ্ধ
অসংখ্য খান সেনা এবং রাজাকর নিহত : বিপুল বিজয়
২৮শে আগষ্ট, বিলম্বে পাওয়া এক খবরে জানা গেছে, এ মাসের প্রথম দিকে মুক্তিবাহিনী বরিশাল শহরের উপকন্ঠে কয়েকটি অভিযানে প্রচুর সাফল্য অর্জন করেছেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, গত ৮ই আগষ্ট মুক্তি বাহিনী স্থানীয় ষ্টিমার ষ্টেশন, জগদীশ সিনেমা হল, এবং চামার পট্টি এলাকায় সামরিক যানের উপর আক্রমণ চালিয়ে দীর্ঘ পাঁচ ঘন্টার যুদ্ধে ৪১ জন খান সেনাকে খতম করে। এর পরের দিন গেরিলারা মেডিকেল কলেজ, পোষ্ট অফিস, ফায়ার ব্রিগেড ওয়্যারলেস, ইলেকট্রিক সাপ্লাইর উপর একযোগে আক্রমণ চালায়। এখানেও দীর্ঘ ৬ ঘন্টা যুদ্ধ চলে। এ যুদ্ধে ১০ জন পাক হানাদার সৈন্য এবং ৮ জন রাজাকার খতম হয়। এ সাফল্যের পর পরই গেরিলারা স্থানীয় মুসলিম লীগ ও গুন্ডা ও দালালদের বাড়ী আক্রমণ চালায়, কিন্তু গোলাগুলির শব্দ পেয়েই জামাত-এরা বাড়ী ছেড়ে পালিয়ে গিয়েছিল।
এ ছাড়া মুক্তি বাহিনী বরিশাল শহর থেকে ১০ মাইল দূরে দোয়ারীকার ফেরী ডুবিয়ে দিয়েছে। এখানে ৮ জন খান সেনার মৃত্যু হয়েছে ও ৮টি রাইফেল মুক্তি বাহিনীর হস্তগত হয়েছে। এর অদূরেই লাকুটিয়া জমিদার বাড়ীর নিকটে ২ জন রাজাকারকে নিহত ও একজনকে আহত করা হয়েছে।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল