You dont have javascript enabled! Please enable it! 1971.08.29 | বাংলাদেশের সাহায্যার্থে কেনেডীর আবেদন | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিপ্লবী বাংলাদেশ
২৯ আগস্ট ১৯৭১

বাংলাদেশের সাহায্যার্থে কেনেডীর আবেদন

ওয়াশিংটন, ২৬শে আগষ্ট—সেনেটর এডোয়ার্ড কেনেডী তাঁর সাম্প্রতিক ভারত—বাংলাদেশ সীমান্ত সফর শেষে আমেরিকা ফিরে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি পাক জঙ্গীশাহীর নির্মম অত্যাচারের বর্ণনা দেন, এবং লক্ষ লক্ষ অত্যাচারিত বাঙালীদের ভারতে পালিয়ে আসার ঘট্না বিবৃত করেন।
তিনি বলেন যে বাংলাদেশ যখন পাকসৈন্য বর্বর অত্যাচার চালাচ্ছে, তখন মার্কিন সরকার যে সেই বর্বরদের অস্ত্র পাঠিয়ে সাহায্য করছেন তা’ অত্যন্ত ক্ষোভের বিষয়। তিনি আরও বলেন যে আমেরিকা বাংলাদেশের নিপীড়িত জনগণের জন্য যা সাহায্য পাঠিয়েছে তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য মাত্র।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল