বিপ্লবী বাংলাদেশ
২৯ আগস্ট ১৯৭১
আপোষ নয় স্বাধীনতা
আবু সঈদ
২১শে আগষ্ট, ইরানের উদ্যোগে পশ্চিম পাকিস্তান ও বাংলা দেশের মধ্যে “শান্তি বৈঠক” শুরু হবে বলে যে খবর বেরিয়েছে “ডেইলি টেলিগ্রাফে” তারই পরিপ্রেক্ষিতে বিচারপতি আবু সঈদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, লক্ষ লক্ষ শহীদের বেদীমূলে দাঁড়িয়ে আমরা বাংলা দেশের প্রশ্নে কোন আপোষ আলোচনায় বসতে চাইনা, আর আপোষ নয়, এবার পূর্ণ স্বাধীনতাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল