You dont have javascript enabled! Please enable it!

বিপ্লবী বাংলাদেশ
২৯ আগস্ট ১৯৭১

ভারতীয় ক্রিকেট খেলোয়াড়গণ উপমহাদেশর গৌরব

মুজিবনগর ২৮শে আগষ্ট। ভারতীয় ক্রিকেট খেলোয়াড়রা ক্রিকেটের যাদুকরের দেশ ইংল্যান্ডের মাঠে যে জয়ের গৌরব অর্জ্জন করেছে ও প্রথম রাবার লাভ করেছে তার জন্যে উপমহাদেশের সকলেই গৌরব বোধ করবেন। ভারতের জনগণের এই আনন্দের মুহূর্তে বাংলাদেশের সাড়ে সাতকোটী নির্য্যাতিত ও সংগ্রামী মানুষের পক্ষ থেকেও অভিনন্দন পাবার যোগ্য।

সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল