বিপ্লবী বাংলাদেশ
২১ আগস্ট ১৯৭১
বাংলা দেশ আর্ত পীড়িত মানুষের সেবায় ইয়াহিয়া চক্রের বাধা প্রদান
(নিজস্ব সংবাদদাতা)
১৮ই আগষ্ট, বাংলাদেশ। পাক দখলদার অধিকৃত যশোরের বেনাপোল সীমান্ত পেড়িয়ে অপারেশন ওমেগার সত্যাগ্রহীরা বাংলা দেশে ঢুকেছিলেন আর্ত পীড়িত মানুষের সেবার উদ্দেশ্যে। কিন্তু ইয়াহিয়া, টিক্কা বাংলাদেশে নর-হত্যা এবং নির্যাতনের কাহিনী প্রকাশ হয়ে পড়ার ভয়ে এই মানব সেবায় ব্রতী দলটিকে নরপিশাচরা ঢুকতে দেয়নি। জানা গেছে পাক সৈন্যরা এ দলটিকে ১৬ ঘন্টা বন্দী করে রেখেছিল। পরে এরা ভারতে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল