বিপ্লবী বাংলাদেশ
২১ আগস্ট ১৯৭১
একটি হত্যা কাহিনী
বরিশাল শহর আওয়ামী লীগের বিশিষ্ট সদস্য জনাব মুজিবর রহমান কাঞ্চনকে পাক হানাদার সেনারা নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করেছে। এ কাহিনী বর্ণনা করেন জনৈক মুক্তিযোদ্ধা।
গত মে মাসের প্রথম সপ্তাহে হানাদারা সেনারা মুজিবরের বাসভবনে যায় এবং তার দুই কিশোর সন্তানকে ধরে নিয়ে আসে, শহীদ মুজিবরের স্ত্রীর শত অনুরোধেও ছেলেদের ফিরিয়ে দিতে অস্বীকার করে এবং পাক হানাদার কর্তারা জানায় যে যদি মুজিবর রহমান তাদের সাথে সাক্ষাত করে তবেই ছেলেদের ফিরিয়ে দেওয়া হবে।
শহীদ মুজিবর রহমান ঐদিন শুক্রবার খুব সকালে ঘুম থেকে উঠে গরম পানিতে নিজ হাতে স্নান করেন এবং নতুন জামা-কাপড় পরিধান করে মসজিদে নামাজ আদায় করেন। মিলাদ পাঠ এবং মোনাজাত শেষে সকলের মাঝে নিজহাতে মিষ্টি বিতরণ করেন।
এরপর তাঁর দোষ ক্রটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থণা করেন এবং কোলাকুলি করে সকলের কাছ হতে শেষ বিদায় নিয়ে পাক সেনাদের কাছে হাজির হন। একজন কৃষক শহীদ মুজিবরের লাশ উদ্ধার করতে সমর্থ হয়।
সূত্র: বিপ্লবী বাংলাদেশ ফাইল