You dont have javascript enabled! Please enable it!

২ এপ্রিল ১৯৭১ঃ জিঞ্জিরা গণহত্যা

১৯৭১ সালের ১-২ এপ্রিল শুক্রবার বুড়িগঙ্গা নদীর অপর পাড়ে কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, কালিন্দি ও শুভাড্যা এই তিন ইউনিয়নব্যপী এই গণহত্যা সংঘটিত হয়। মুক্তিযুদ্ধ শুরুর সময়ে ২৫ মার্চ অপারেশন সার্চলাইট এর পুর্বপরিকল্পিত গণহত্যার পর ঢাকা শহরের মানুষজন পালানোর স্থান ও প্রথম নিরাপদ আশ্রয়স্থল হিসাবে বুড়িগঙ্গা নদীর অপর পাড়ে আশ্রয় নেয়। কেরানীগঞ্জের এই এলাকাগূলো ছিল তখন প্রধানত হিন্দু অধ্যুষিত এলাকা। তাই সেগুলো সার্চ লাইট ফর্মুলায় পাকিস্তানী বাহিনী কর্তৃক টার্গেট ছিল। তারা ১ এপ্রিল মধ্যরাতের পর থেকে অর্থাৎ ২ এপ্রিল ভোর থেকে জিঞ্জিরায় সৈন্য সমাবেশ করতে থাকে। তারা কেরানীগঞ্জকে চারপাশ থেকে ঘিরে ফেলে। পাকিস্তানীরা ঐদিন গভীর রাতেই এ পাড়ের মিটফোর্ড হাসপাতাল দখল করে নেয়, এবং হাসপাতাল সংলগ্ন মসজিদের ছাদ হতে আনুমানিক ৫টায় ফ্লেয়ার ছুড়ে গনহত্যা শুরু করার জন্য সংকেত প্রদান করে। প্রায় আনুমানিক ভোর সাড়ে ৫ টা হতে হত্যাযজ্ঞ শুরু করে একটানা নয় ঘন্টা চালিয়ে যায় এবং দুপুর ২.৩০ এ হত্যাযজ্ঞ শেষ করে। এ গনহত্যায় আনুমানিক এক হাজার বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষ মৃত্যুবরন করে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!