You dont have javascript enabled! Please enable it! 1971.04.02 | দিল্লীতে তাজউদ্দীন - সংগ্রামের নোটবুক

২রা এপ্রিল ১৯৭১ঃ দিল্লীতে তাজউদ্দীন

দিল্লিতে রেহমান সোবহান, ড.আনিসুর রহমান, এম আর সিদ্দিকী, সিরাজুল হক প্রমুখের দেখা পেলাম।
এমআর সিদ্দিকি আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা যিনি প্রথম ত্রিপুরা চলে যান এবং ভারত সরকারের সাহায্য কামনা করেন। কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ আলোচনার জন্য ত্রিপুরা সরকার এমআর সিদ্দিকিকে দিল্লি পাঠাইয়া দেন। এমআর সিদ্দিকির সাথে জহুর আহমেদ চৌধুরী, আতাউর রহমান কায়সার, আবদুল্লাহ আল হারুন দেশ ত্যাগ করেছিলেন। যদিও জহুর আহমেদ চৌধুরী সিনিয়র ছিলেন তা সত্তেও একাত্তরের মার্চের ঘটনাপ্রবাহের কারনে সিনিয়র এর ভার এমআর সিদ্দিকির উপর চলে আসে। স্বাধীনতাকামী বুদ্ধিজীবীদের একটি দল বিভিন্ন ভাবে দেশত্যাগ করে কলকাতা ও দিল্লিতে একত্রিত হন।